ছাত্র/ছাত্রীদের অবশ্যই পালনীয়
১.সর্ব শক্তিমান আল্লাহ তাআলাকে স্মরণ করে সকল কাজ আরম্ভ করবে
মাতা-পিতাশিক্ষক ও বড়দের শ্রদ্ধা ও ভক্তি করবে এবং সালাম দিবে
৩.সৎচিন্তা করবে, সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে, এবং অন্যায়কে প্রশ্রয় দিবে না ।
৪.বিদ্যালয়ের ইউনিফর্ম পরিধান করে নিয়মিত বিদ্যালয়ে আসবে, মাথার চুল ছোট ছোট রাখবে।
৫.ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে আসবে, যথারীতি সমাবেশে
যোগদান করবে এবং
সেখান থেকে সারিবদ্ধ ভাবে শ্রেণি কক্ষে প্রবেশ করবে।
৬. ময়লা, আবর্জনা, টিফিনের বর্জ্য ইত্যাদি যত্রতত্র না ফেলে সংরক্ষিত ঝুড়িতে ফেলবে।
৭. প্রস্রাব পায়খানার সময় বেশি করে পানি ব্যবহার করবে।
৮.প্রতি দিনের পড়া শিখে বিদ্যালয়ে আসবে, এবং বাড়ির কাজ করে নিয়ে
আসবে।
৯.প্রত্যেক শিক্ষার্থী তার স্ব-স্ব শিক্ষা সামগ্রী বই, খাতা, কলম, টিফিন, ব্যাগ, প্রভৃতি নিয়ে আসবে ।
১০.বিনা অনুমতিতে ১ দিন অনুপস্থিত থাকলে পরের দিন অভিভাবকের মন্তব্যসহ স্বাক্ষরযুক্ত দরখাস্ত নিয়ে বিদ্যালয়ে আসবে।