বিদ্যালয়ে সংগীত
চাই শিক্ষা, চাই শান্তি (২)
আনবো বয়ে সবার মাঝে
আলোর দিপ্তী
চাই শিক্ষা, চাই শান্তি
শিক্ষার আলো দিয়ে জাগাবো নতুন আশা
দূর হয়ে যাক যত জমকালো অমন নেশা
ঘরে ঘরে জ্বলবে আলোর মশাল
আমরা আনবো বয়ে এক নতুন সকাল আমরা করবো শিক্ষাকে হাতিয়ারা
খুলে দেব যত আছে সমাজের বদ্ধ দুয়ার
ভেদাভেদ ভুলে যায় সমাজের জয়গান
সবুজের মাঠে উঠছে ঐ
বিজয় নিশান
রাম-পুরের মধু ছায়াতল
বিনিময়ে লেখাপড়া করে ঝলমল
চাই শিক্ষা, চাই শান্তি
আনবো বয়ে সবার
মাঝে আলোর দিপ্তী ।।